Transcript সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
সাধারণত ১০-২০ দিন সময় লাগে। তবে প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে ২-৩ মাসও লেগে যেতে পারে।
Transcript এর বৈশিষ্ট্য ও কার্যপ্রণালি
ট্রান্সক্রিপ্ট উত্তোলণে প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ ও আবেদন ফি:
- সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদন পত্র
- রেজিষ্ট্রেশন কার্ড
- সকল বর্ষের প্রবেশপত্র
- সাময়িক সনদ (Provisional Certificate)
- নম্বরপত্র (Marksheet)
- HSC সার্টিফিকেট (ডিগ্রী/অনার্সের ক্ষেত্রে), ডিগ্রী/অনার্সের সার্টিফিকেট (মাস্টার্সের ক্ষেত্রে)
- আবেদন ফি বাবদ ৳ ৭০৭/- সোনালী ব্যাংকের যে কোন শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে।
- আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অনলাইন সেবা এক ঠিকানায়
সহজে, নির্ভরযোগ্যভাবে, ঘরে বসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অনলাইন সেবা পান। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অনলাইন সেবা নির্ভুল ও দ্রুততার সাথে প্রদান করি।