Verify & Attestation সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
এপোস্টিল (Apostille) পদ্ধতি হলো একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়া যার মাধ্যমে একটি পাবলিক ডকুমেন্টের সত্যতা যাচাই করে এটিকে বিদেশে ব্যবহারের জন্য বৈধ করা হয়।
এপোস্টিলের বৈশিষ্ট্য ও কার্যপ্রণালি
এপোস্টিল পদ্ধতির মূল বৈশিষ্ট্য:
- আন্তর্জাতিক বৈধতা: হেগ কনভেনশনের সদস্য দেশগুলোর মধ্যে একটি ডকুমেন্টের বৈধতা নিশ্চিত করে।
- সরকারি সত্যায়ন: এটি কোনো সরকারি সংস্থা কর্তৃক জারি করা একটি প্রামাণ্য স্ট্যাম্প যা নথির সত্যতা প্রত্যয়ন করে।
- ঝামেলা ও সময় সাশ্রয়: এই পদ্ধতি চালুর ফলে বিদেশে সনদপত্র সত্যায়নের জন্য অতিরিক্ত লিগালাইজেশন বা অন্য কোনো জটিল প্রক্রিয়ার প্রয়োজন হয় না।
- সুবিধা: বিদেশে উচ্চশিক্ষা, চাকরি বা অভিবাসনের জন্য আবেদনকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক প্রক্রিয়া।
- ডিজিটাল যাচাই: এপোস্টিল সনদের সত্যতা বিশ্বজুড়ে যেকোনো স্থান থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যাচাই করা সম্ভব।
- যেসব নথি এপোস্টিল করা যায়: শিক্ষা সনদপত্র (যেমন সার্টিফিকেট, মার্কশিট, ডিপ্লোমা)।, জন্ম নিবন্ধন, বিবাহ সনদ বা অন্যান্য সরকারি কাগজপত্র।
কীভাবে এপোস্টিল করা হয় (সাধারণ ধারণা):
- প্রথমে সংশ্লিষ্ট দেশীয় কর্তৃপক্ষ (যেমন শিক্ষা মন্ত্রণালয়) থেকে নথিটি সত্যায়িত করতে হয়।
- এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে সেটিকে এপোস্টিল করা হয়, যা একটি নির্দিষ্ট স্ট্যাম্প বা সার্টিফিকেট হিসেবে নথির সাথে সংযুক্ত করা হয়।
- অনলাইন পোর্টালের মাধ্যমেও আবেদন করা যায়, যা প্রক্রিয়াটিকে আরও সহজ করে।
- বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক সার্টিফিকেট সত্যায়নের আবেদন (পাবলিক বিশ্ববিদ্যালয়) প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট একাডেমিক সার্টিফিকেট এর কপি সংযুক্তি সমূহ আপলোড শেষ না হওয়া পর্যন্ত অনুগ্রহ করে অপেক্ষা করুন ।
- ভিন্ন ভিন্ন ডিগ্রির সত্যয়নের ক্ষেত্রে আলাদাভাবে আবেদন করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে ।
- জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বরের যে কোন একটির তথ্য আবেদন ফরমে আবশ্যিকভাবে লিপিবদ্ধ করতে হবে।
- এপোস্টিল পদ্ধতিতে সত্যায়িত সার্টিফিকেট পুনরায় সত্যায়ন/নোটারি করার প্রয়োজন নেই।
- আবেদন ফি বাবদ ৳ ২০০/- সোনালী ব্যাংকের যে কোন শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে।
- আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অনলাইন সেবা এক ঠিকানায়
সহজে, নির্ভরযোগ্যভাবে, ঘরে বসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অনলাইন সেবা পান। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অনলাইন সেবা নির্ভুল ও দ্রুততার সাথে প্রদান করি।