logo

NU Sheba

জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন পরিসেবা

Correction সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর

আপনার রেজিষ্ট্রেশন ও এডিমট কার্ডে যদি ভূল থাকে তাহলে আগে সেগুলো অবশ্যই সংশোধন করতে হবে। তা নাহলে সার্টিফিকেট বা নম্বরপত্র সংশোধন করা যাবে না।

Correction এর বৈশিষ্ট্য ও কার্যপ্রণালি

অনার্স, ডিগ্রী, মাস্টার্সের নাম সংশোধন
  1. জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি সার্টিফিকেট বা মার্কশীট সংশোধন করা যায় না। এজন্য প্রথমে রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ড (Only Final Year) সংশোধন করতে হয়।
  2. রেজিষ্ট্রেশন কার্ড সংশোধনের পর এডমিট, সাটিফিকেট ও নম্বরপত্র একসাথে সংশোধন করা যাবে।
  3. সবগুলো সংশোধনের পর রেজাল্ট প্যানেল (Online Result Panel) আলাদাভাবে সংশোধনের আবেদন করতে হবে।
  4. আপনার এসএসসি ও এইচএসসি সাটিফিকেটে ভূল থাকলে আগে তা সংশোধন করতে হবে।
  5. মাস্টাসের সাটিফিকেট সংশোধন করতে হলে আগে ডিগ্রী/অনাসের সাটিফিকেট সংশোধন করতে হবে।
  • আবেদন ফি বাবদ ৳ ৭০৭/- সোনালী ব্যাংকের যে কোন শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে।
  • আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।
রেজিষ্টেশন কার্ড আক্ষরিক ভূল সংশোধন
  1. ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। (Download Form)
  2. মূল রেজিষ্ট্রেশন কার্ড – SSC ও HSC সনদপত্রের ফটোকপি।
  3. বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সংশোধিত হয়ে থাকে)
  4. জাতীয় পরিচয়পত্র
  5. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (যার নামের ভূল সংশোধন করতে হবে)।
  6. সংশোধন হতে 20 কর্মদিবস সময় লাগে
  • আবেদন ফি বাবদ ৳ ৭০৭/- সোনালী ব্যাংকের যে কোন শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে।
  • আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।
রেজিষ্টেশন কার্ডে সংশোধন (নাম সংযোজন বিয়োজন)
  1. ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। (Download Form)
  2. মূল রেজিষ্ট্রেশন কার্ড – SSC ও HSC সনদপত্রের ফটোকপি।
  3. বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সংশোধিত হয়ে থাকে)
  4. জাতীয় পরিচয়পত্র
  5. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (যার নামের ভূল সংশোধন করতে হবে)।
  6. মাস্টার্সের ক্ষেত্রে এফিডেভিট লাগবে
  7. সংশোধনের জন্য প্রায় ২-২ মাস সময় লাগে
  8. বি:দ্র: নাম সম্পূর্ণ পরিবর্তন করতে এফিডেভিট লাগবে
  • আবেদন ফি বাবদ ৳ ৭০৭/- সোনালী ব্যাংকের যে কোন শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে।
  • আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।
এডমিট কার্ড সংশোধন
  1. কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র।
  2. সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড
  3. মূল এডমিট কার্ড (শুধুমাত্র শেষ বর্ষের)
  4. SSC ও HSC সনদপত্রের ফটোকপি
  5. বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সংশোধিত হয়ে থাকে)
  6. জাতীয় পরিচয়পত্র
  7. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (যার নামের ভূল সংশোধন করতে হবে)।
  8. মাস্টাসের ক্ষেত্রে এফিডেভিট লাগবে
  9. নাম সম্পূর্ণ পরিবর্তন করতে এফিডেভিট লাগবে
  10. সংশোধিত প্রবেশপত্র গ্রহণের সময় পূর্বের প্রবেশপত্র ফেরত দিতে হবে।
  • আবেদন ফি বাবদ ৳ ৭০৭/- সোনালী ব্যাংকের যে কোন শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে।
  • আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।
সাময়িক সনদ সংশোধন
  1. কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। আবেদনপত্রের ফরম্যাট।
  2. সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড
  3. সংশোধিত এডমিট কার্ড (শুধুমাত্র শেষ বর্ষের)
  4. সাময়িক সনদের মূলকপি
  5. SSC ও HSC সনদপত্রের ফটোকপি
  6. জাতীয় পরিচয়পত্র
  7. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (যার নামের ভূল সংশোধন করতে হবে)।
  8. মাস্টাসের ক্ষেত্রে ও নাম সম্পূর্ণ পরিবর্তন করতে এফিডেভিট লাগবে
  9. সংশোধিত সাময়িক সনদ গ্রহণের সময় পূর্বের সনদ ফেরত দিতে হবে।
  • আবেদন ফি বাবদ ৳ ৭০৭/- সোনালী ব্যাংকের যে কোন শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে।
  • আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।
নম্বরপত্র (Marksheet) সংশোধন
  1. কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। আবেদনপত্রের ফরম্যাট।
  2. সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড
  3. সংশোধিত এডমিট কার্ড (শুধুমাত্র শেষ বর্ষের)
  4. নম্বরপত্রের মূলকপি
  5. SSC ও HSC সনদপত্রের ফটোকপি
  6. বোর্ড সংশোধনের চিঠি (যদি SSC ও HSC সংশোধিত হয়ে থাকে)
  7. জাতীয় পরিচয়পত্র
  8. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (যার নামের ভূল সংশোধন করতে হবে)।
  9. সম্পূর্ণ নাম পরিবর্তন করতে এফিডেভিট লাগবে
  10. সংশোধিত নম্বরপত্র গ্রহণের সময় পূর্বের নম্বরপত্র ফেরত দিতে হবে।
  • আবেদন ফি বাবদ ৳ ৭০৭/- সোনালী ব্যাংকের যে কোন শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে।
  • আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অনলাইন সেবা এক ঠিকানায়

সহজে, নির্ভরযোগ্যভাবে, ঘরে বসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অনলাইন সেবা পান। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অনলাইন সেবা নির্ভুল ও দ্রুততার সাথে প্রদান করি।