MOI WES ECA সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
MOI সার্টিফিকেট প্রমাণ করে যে আপনি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন, যা বিদেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের জন্য গুরুত্বপূর্ণ।
MOI WES ECA এর বৈশিষ্ট্য ও কার্যপ্রণালি
MOI উত্তোলণে প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ:
- সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদন পত্র
- রেজিষ্ট্রেশন কার্ড
- শেষ বর্ষের প্রবেশপত্র
- সাময়িক সনদ (Provisional Certificate)
- নম্বরপত্র (Marksheet)
- আবেদন ফি বাবদ ৳ ৮০৬/- সোনালী ব্যাংকের যে কোন শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অনলাইন সেবা এক ঠিকানায়
সহজে, নির্ভরযোগ্যভাবে, ঘরে বসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অনলাইন সেবা পান। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অনলাইন সেবা নির্ভুল ও দ্রুততার সাথে প্রদান করি।